পুঠিয়ায় ভাগ্নিকে ধর্ষণ চেষ্টাকারী সিহাবকে নাটোর হতে গ্রেফতার

 


বিডি নিউজ২৩, রাজশাহী- মঙ্গলবার (১১ মার্চ) রাত ১:১৫ মিনিটে নাটোর সদর থানার ছাতনী এলাকা থেকে ভাগ্নিকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামী শিহাবকে গ্রেফতার করা হয়েছে।

 

সিপিএসসি ও সিপিসি-২, র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, পুঠিয়া থানা মামলা নং- ০২, তারিখ-১ মার্চ ২০২৫ ধারা-১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধণি) ২০০৩ এর প্রধান পলাতক আসামী শিহাব ওরফে সামিউল আলিম শিহাব (২২)কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী পুঠিয়া থানার সরিষাবাড়ি বাজার এলাকার সাইদুল ইসলামের ছেলে।

 

বিজ্ঞপ্তির তথ্যমতে, আসামী শিহাব সম্পর্কে ভিকটিমের মামা। আত্মীয়তার সুবাদে আসামী ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। ২৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর অনুমান ২ টার দিকে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামী ভিকটিমের ঘরে প্রবেশ করে।

 

ভিকটিম তখন জোহরের নামাজ পড়ছিল। এই সুযোগে শিহাব ভিকটিমকে পিছন থেকে জাপটে ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে আসামী শিহাবকে গ্রেফতারের দাবিতে ডুঠিয়ায় মানববন্ধন হয়।

 

পরবর্তীতে ভিকটিম নিজেই বাদি হয়ে পুঠিয়া থানায় শ্লীলতাহানী মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মঙ্গলবার (১১ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানার ছাতনী গ্রাম হতে আসামীকে শিহাবকে গ্রেফতার করা হয়।

আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post